fbpx
Historical Events – ইতিহাসের সময়সারণী (তৃতীয় পর্ব )

Historical Events – ইতিহাসের সময়সারণী (তৃতীয় পর্ব )

WBCS, RAIL, PSC, WBTET ও অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু খ্রিস্টাব্দ ও সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা।

খ্রিস্টাব্দবিবরণ
১৭৯৮লর্ড ওয়েলেসলি ভারতের গভর্নর জেনারেল। অধীনতা মূলক মিত্রতা নীতির প্রবর্তন
১৭৯৯চতুর্থ ইঙ্গ – মহীশূর যুদ্ধের সূচনা ও মহীশূর রাজ্যের পতন
১৮০০শ্রীরামপুর ব্যপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা।
১৮০২বেসিনের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮০৯রণজিৎ সিংহ ও ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়।
১৮১৭কলকাতা হিন্দু কলেজ (প্রেসিডেন্সি) স্থাপিত হয়।
১৮২৬ইয়াণ্ডাবুর সন্ধি
১৮২০-৩২কোল বিদ্রোহ সংঘটিত হয়
১৮২০বিদ্যাসাগরের জন্ম
১৮২০-৫০ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়।
১৮২৮ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা।
১৮২৯সতীদাহ প্রথা রদ করা হয়।
১৮৩০-৩১তিতুমীরের বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৩১ডিরোজিওর মৃত্যু
১৮৩৩রামমোহন রায়ের জন্ম।
১৮১৮ – ১৯০৬ফরাজী বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৪৩তত্বাবোধিনী পত্রিকার প্রকাশ।
১৮৪৯চিলিয়ানওয়ালার যুদ্ধ
১৮৫৩মুম্বাই থেকে থানে পর্যন্ত রেল লাইন স্থাপিত।
১৮৫৫সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৫৬বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়।
১৮৫৭কলকাতা , মুম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
১৮৫৭-৫৮ভারতের মুক্তি সংগ্রামের মহাবিদ্রোহ সংঘটিত হয়।
১৮৬৩নীলদর্পণ নাটক ও মেঘনাদ বধ কাব্য প্রকাশ। স্বামী বিবেকানন্দের জন্ম।
১৮৬৯গান্ধীজির জন্ম। সুয়েজ খাল খনন।
১৮৮৫ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা।
১৮৮৯জওহরলাল নেহেরু জন্ম।
১৮৯৭সুভাষ চন্দ্রের জন্ম। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা।
১৯০২অনুশীলন সমিতির প্রতিষ্ঠা। স্বামী বিবেকানন্দের জন্ম।
১৯০৫বঙ্গভঙ্গ সংঘটিত হয়।
১৯০৬মুসলিম লীগ প্রতিষ্ঠা।
১৯১১বঙ্গভঙ্গ রদ।
১৯১২ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর।
১৯১৪-১৮প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।
১৯১৬হোমরুলীগের গঠন। লাখনৌ চুক্তি।
১৯১৯জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড।
১৯২০অসহযোগ আন্দোলন সংঘটিত হয়।
১৯২২চৌরিচৌরা হত্যা কান্ড।
১৯২৫দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু।
১৯২৭সাইমন কমিশন

Historical Events – ইতিহাসের সময়সারণী (দ্বিতীয় পর্ব )

Historical Events – ইতিহাসের সময়সারণী (প্রথম পর্ব )

Leave a Reply

×

Cart