fbpx
Madhyamik Mock Test
madhyamik mock test - Prepnet

Madhyamik Mock Test

Prepnet organised Madhyamik Online Mock Test in Bengali 2020.

মাধ্যমিকের সমস্ত ছাত্র ও ছাত্রীদের কাছে বিশেষ সুযোগ। পরীক্ষার আগে নিজের প্রস্তুতি জেনে নেওয়ার একমাত্র মাধ্যম। নিজের এলাকাতে বসে আমাদের টেস্ট সেন্টার গুলিতে পরীক্ষা দিয়ে আজই নিজের প্রস্তুতি জেনে নিতে পারবে।

Prepnet Madhyamik Mock Test

আমাদের মক টেস্টটি মোট তিনটি পর্যায়ে হবে। প্রথম টি নভেম্বর , দ্বিতীয়টি ডিসেম্বর এবং সর্বশেষ পরীক্ষাটি হবে জানুয়ারী মাসে। কেউ যদি কোনো পরীক্ষা দিতে না পারে পরবর্তী কালে আমাদের টেস্ট সেন্টারের সাথে যোগাযোগ করে পরবর্তী পরীক্ষার সময় নিয়ে নিতে পারবে।

প্রতিবারের পরীক্ষা দুই ভাগে বিভক্ত হবে ১. বিজ্ঞান বিভাগ ২. কলা বিভাগ। এছাড়া প্রতিটি ছাত্র ছাত্রী বাংলা বিষয়ের অধ্যায় ভিত্তিক টেস্ট সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। যার বৈধতা থাকবে ৩৬৫ দিন। অর্থাৎ পরীক্ষার আগের দিন পর্যন্ত নিজের প্রস্তুতি যেকোন সময়ে দেখে নিতে পারবে।

সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ৪০+ বেশি টেস্ট সেন্টারে গিয়ে ছাত্র ছাত্রীরা নিজের মক টেস্ট দিতে পারবে। নিজের এলাকার টেস্ট সেন্টারের নাম ও ঠিকানা জানতে নিচের লিংকে ক্লিক করতে পারো।

Prepnet Madhyamik Mock Center List

Prepnet Mock Test Rules :-

১. মক টেস্ট দেওয়ার জন্য প্রত্যেককে নিজের নাম আমাদের যেকোন টেস্ট সেন্টারে গিয়ে নথিভুক্ত করতে হবে।

২. পরীক্ষার সময় নিজের User Id ও Password নিয়ে আসতে হবে।

৩. পরীক্ষা চলাকালীন কোন রকম বই বা নোট নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।

৪. মোবাইল , ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করা যাবে না।

৫. অংক পরীক্ষার জন্য সাদা কাগজ ব্যবহার করা যাবে।

৬. পরীক্ষা শেষ হওয়ার পর নিজের রেজাল্ট দেখে যেতে হবে। প্রয়োজনে তা প্রিন্ট নিতে পারবে।

৭. পরবর্তী পরীক্ষার জন্য সময় আগে থেকে টেস্ট সেন্টার থেকে নিয়ে নিতে হবে।

Leave a Reply

×

Cart